একথা বলার অপেক্ষা রাখে না
দেশে ভোট পর্ব বারবার আসে যায়
আর প্রতিবার নির্দ্বিধায় সে তার বহু সাক্ষ্য চিহ্ন
রেখে যায়।
কিছু ঘটনাবলী লেখা রয় ইতিহাসের পাতায়,
জ্বলজ্বল করে কোহিনুর হীরকের মতো।
অলিখিত থাকে কত, কে আর খুঁজে বেড়ায়?
কখনো ইতিহাসের পাতায় ধুলোর আস্তরণ জমায়
লিখিত ঘটনাবলী পাঠের অযোগ্য হয়ে দাঁড়ায়।
জিজ্ঞাসা থাকে বৈকি তাতে কি সত্য মুছে যায়?
সত্যকাম! তুমি কি আছো জেগে আর প্রস্তুত
এ প্রশ্নের উত্তর দিতে?
বলছো, 'নির্দ্বিধায় কালের পাতায় সাক্ষ্য থেকে যায়,
কারো কুকর্মের দায় ঝেড়ে ফেলা অসম্ভব
দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্বের মতো
বরং সেসব কুকর্ম বংশবৃদ্ধি ঘটায় আগাছার মতো'।
বলবো কি আর, শোনো এই যুগের বীর বাহাদুর!
হালে পঞ্চায়েত ভোট পর্বে কত কান্ড ঘটলো আর
নিকট কি দূর থেকে তোমার বিরুদ্ধে ধেয়ে এলো
বহু অভিযোগের তীর,
সেসব সত্য হলে রইলো না আর উন্নত শির'।
ভাবছো,'ছিনিয়ে নিয়ে মানুষের বিবেকবোধ,
চিন্তা চেতনা ও তাদের গণতান্ত্রিক ভোটাধিকার
যা করেছ ভোট ও গণনাকেন্দ্রে, বেশ করেছ'।
এমন কান্ড হয়তো আগেও বহুবার করেছ
বিবেকের দুয়ারে আঁটোসাঁটো ভাবে খিল এঁটে।
ভাবছো, 'এসব কাজ ধাতে সয়ে গেছে
আর এমন কর্ম করলে কার কী যায় আসে?'
বুঝলে বীর বাহাদুর!' আসে যায় বৈকি, দেখো
গণতন্ত্র কাঁদে, মনের কষ্টে কপাল চাপড়ায়'।
তুমি এর দায় এড়াতে পারো না।
যাই বলো, যা বলছো এ তোমার দম্ভ নয়তো
অজ্ঞতার ফসল আগাছার মতো বাড়ছে অনর্গল,
এর ছোঁয়া লাগলে বিছুটি পাতার কাঁটার মতো
বিঁধছে শরীরে।
বোধিমূলে লাগলে তোমার কুঠারাঘাত
ভাবি, সইতে পারবো আর কত ঘাত?'