তোদের সামগ্রী চুরি গেছে তাই কপালে চিন্তার ভাঁজ?
শোন রে, চুরি করতে আমার আজ নেই মোটেও লাজ
লাজলজ্জার পাঠ চুকিয়ে লেগে পড়েছি এ কাজে
‘লাগ ভেল্কি লাগ’ এই মন্ত্র জপে সকাল সাঁঝে
ফলও পেয়েছি হাতেনাতে, কেবল ধরা পড়েছি আজ।


বলিস কী অনৈতিক কাজ? সে ভাবলে কি পেট ভরে?
বলি রে শোন, একাজ করি রোজ দিনে ও রাতদুপুরে।
দেখবি আয় আজও ভরেনি আমার ঘরা
ভাবিনি, তোরা রাত জেগেও দিস প্রহরা
আজ রাতে এ কাজ করতে গিয়ে পড়বো তোদের নজরে।


ওরে, তোরা একটু ঘুমিয়ে পড়, না-হয় যা একটু সরে
আমার ঘরা না-ভরলে ঘুমতে গেলে কি ঘুম আসে রে?
তাই তো করেছি এই কাজ রাত জেগে
ভাবিনি এই কাজ করতে গিয়ে বিপদ ঘনাবে শিয়রে।


হাতেনাতে ধরা পড়ে এখন গুরুর নাম জপ করি
যেন তার কৃপায় বিপদ থেকে উতরে যেতে পারি
চোখের সামনে ঘোরাফেরা করছে সর্ষে ফুল
ভয়ে কাঁপছে বুক, বলি ‘গুরু কৃপা করো তড়িঘড়ি’।