দুই নৌকায় পা-রেখে চলার ফল দেখেছি সুদীর্ঘকাল
চলার পথ ভিন্ন হলে ওদের থেকে সরে আসা ভালো।
চিন্তা-ভাবনার টানাপড়েন চলতে পারে আর কতকাল?
দুই নৌকায় পা-রেখে চলার ফল দেখেছি সুদীর্ঘকাল।
ভাবনায় স্বচ্ছতা না-থাকলে বেহাল দশা হবে চিরকাল
সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভবিষ্যৎ খুব ঘোরালো।
দুই নৌকায় পা-রেখে চলার ফল দেখেছি সুদীর্ঘকাল
চলার পথ ভিন্ন হলে ওদের থেকে সরে আসা ভালো।