কে তুমি
নদীতে সাঁতার কাটতে না-শিখেও
নাও ভাসিয়ে বাইচ প্রতিযোগিতায়
নামলে?
জলে ভয়। কি জানি কখন কী
হয়! তবু এ প্রতিযোগিতা থেকে
সরে এলে না।
ভাবলে নাকি রক্ষাকবচ পড়লে
নির্ভাবনায় যা ইচ্ছা করা যায়?
বান আসার পূর্বাভাষটি শুনেও
তোয়াক্কা না করে মজলে এই
বাইচ খেলায়।
হড়পা বান এলো যখন লাগলো
একটু হাওয়ায় মাতন রক্ষাকবচ
ছিঁড়ে পড়লো জলে।
দেখলে নিঃসাড়ে সেটি চলে গেল
তোমার নাগালের বাইরে।
পা হড়কে স্রোতে বানভাসি হয়ে
খেতে হচ্ছে এখন হাবুডুবু? সেটি
কাজে এলো না তোমার এ ঘোর
বিপদে?
বলি, জল গিলেও বাঁচার চেষ্টা
করো।