ইচ্ছা-রথে চড়ে যেমন খুশি নয়
পথে চলতে হলে বিধি নিয়ম মানতে হয়।
সেকথা জেনেও বহুবার নিয়মভঙ্গ করে
এগিয়ে যেতে ব্যস্ততা দেখালে।
হায়রে, মদমত্ততা কাকে বলে!
কী করা উচিত আর কী নয়,
সব-ই কি ডুবলো তোমার স্মৃতির অতলে?
ভাবছো, রথে চড়ে বসে
যেমন খুশি রথ ছোটাবে কি?
সিগন্যাল ও মানবে নাকি?
সামনে লাল সিগন্যাল জ্বলজ্বল করছে দেখেও
ভাবলে না বিধি লঙ্ঘন করলে
বিধি ভঙ্গের দায়ে কী হতে পারে?
জেনো, প্রহরীরা সজাগ রয়েছে
তাদের দৃষ্টি এড়ানোর চেষ্টা মিছে
বিধিভঙ্গ করলে তারা ছুটে এসে ধরবে কষে।
বলি, এ কাজ করে এগোবে যদি ভেবে থাকো
তুমি এখনি পথ থেকে সরে দাঁড়াও,
তোমাকে এগিয়ে যেতে হবে না আর।