জিজ্ঞেস করেছি তাকে
দেখছো কী রাত জেগে অধীর আগ্রহে অপেক্ষা করে?
ভাবছো নাকি বুকে বিঁধলো যাদের শিকারির
ছোঁড়া বিষাক্ত তির তারা কোন প্রজাতির?
এ কথা বলার অপেক্ষা রাখে না
শিকারি যা ঘটালো এ কাণ্ড দেখে সংবেদনশীলদের
শিরে জমাট বাঁধতে পারে রক্ত
হতেও পারে হাড় হিম।
এমনও হতে পারে জিম থেকে ছুটে এসে
এ কাণ্ড দেখে কারো রক্ত গেলো তেতে,
ক্ষতে নুন ছড়ানোর মতো ব্যাপার।
আহার নিদ্রা ভুলে সংবেদনশীলরা এ কাণ্ড দেখে
ভাবতেও পারে এ শিকারিকে জীনে ধরলো নাকি?
সে আরো হত্যাযজ্ঞ চালাবে কি?
যাই বলো, বুদ্ধির বৈকল্য হলে ঘটে কত কী!
দেখেছি জারোয়াদের মতো দক্ষ শিকারির ছোঁড়া
তিরে বিদ্ধ হলো যারা
তারা মোটেই ভাবলো না
ক্ষীর সরোবরে তাদের ভাসালো কে?
আর কী উদ্দেশ্যে তাদের সরোবরে ভাসিয়ে দিয়ে
মজলিশে ঘরে বসে আছে?