হলো কী? আফসোস হচ্ছে খুব?
গণদেবতা ও করছে বিদ্রূপ?
রাতারাতি বড়লোক হওয়ার অভিলাষে
হেসে জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে এসে
সারাদিন একটুও না-বসে
মাফিয়াদের অন্ধ কুটিরে করলে ছোটাছুটি
দিনশেষে সব প্রচেষ্টা হলো মাটি?
গতি বাড়িয়ে চিতার মতো জোরে দৌড়ে এসেও
ধরতে পারোনি দিনের শেষ ট্রেন?
ব্রেন কাজ করছে না এখন?
মন খুবই খারাপ?
খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে স্টেশনের পরিবেশে?
ভাবছো, দেশের রেল পরিসেবার এ কী হাল?
স্টেশন চত্বর ঝাড় দেওয়া হয়নি কতকাল!
প্লাটফর্মের এদিক সেদিকে জঞ্জালের স্তূপ
অট্টহাসি দিয়ে তোমাকে করছে বিদ্রূপ?
ওই দূরে মিটমিট করে জ্বলছে বাতি
সেটাই এই সময় তোমার অগতির গতি।
প্লাটফর্মের মন্দ আলোতে বসে কাটাতে হচ্ছে রাত?
সইতে হচ্ছে মশাদের ব্যাপক উৎপাত?
ভাবছো, কোথাও ছিল কিনা কাজে গাফিলতি?
বলার অপেক্ষা রাখে তোমাকে ধরেছিল ভীমরতি?
ভাবো এখন মশাদের উৎপাত সয়ে
জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে
তাদের পরিসেবা দুরস্ত
মস্ত বড়ো টাকার কুমীর হতে
দিনে রাতে সুদীর্ঘকাল সমাজের করেছো কত ক্ষতি
বাড়িয়েছ আপামর জনগণের কতটা দুর্গতি।