এসেছিলে দিনমানে
প্রলয়ঙ্কর ঝড়কে সাথে নিয়ে
কী জানি, কালনেমির মতো কোন্ কুক্ষণে!
দেখেছি, প্রস্ফুটিত বাসনা যত ছিল মনে
বাস্তবায়ন করতে গিয়ে ঘটালে আজব কাণ্ড।
দোর্দণ্ডপ্রতাপ দেখিয়ে বহু রাষ্ট্রকে ভাগ করে
নিজের স্বপ্নপূরনে চারদিক করলে লণ্ডভণ্ড।
দু’দণ্ড ও কেউ স্বস্তি পেলো না।
পাষণ্ড, এখন কি দেখতে পাচ্ছো
যে পথে হাঁটছ সে পথ যুদ্ধে বিধ্বস্ত কঙ্কাল?
খুবই বেহাল দশা।
কালনেমি, দেখো পথের দু’ধারে শুধুই ধ্বংসস্তূপ
হা-হা করে অট্টহাসি হেসে তোমাকে করছে বিদ্রূপ।
এ কঙ্কালের অক্ষি কোটর থেকে
ক্রমাগত বেরচ্ছে ক্ষোভের উল্কা-রাশি।
ওই দেখো, তার ধারে কাছে
মৃত্যু পদযাত্রী আরও কত শায়িত!
জানি না, আরও রক্তগঙ্গা বইবে কত!
কালনেমি, এখন সুখের বাসর শয্যায় শুয়ে
ভাবো, যা দাঁড়ালো তোমার সাধ মিটলো কি?