বন বন করে আকাশে উড়েছে ঘুড়ি
এই দৃশ্য দেখে কি আনন্দে মন জুড়ালো
দু'হাতে দিলে তালি?
খালি গলায় ও গাইতে শুরু করলে বাউল গান।
আনন্দে হলে আত্মহারা,
এতো দ্রুত চরলো পারা
বাতাসে কান পেতে শুনলে না কালের বিধান।
দেখলে না এই সময়কালে কত কি ঘটলো
ভাগীরথী দিয়ে কত জল গড়ালো
ঈশান কোণ থেকে কালো মেঘ
উড়ে এসে সমগ্র আকাশকে যে ঢাকলো
গাছে ঝোলা বাদুর ও ডানা মেলে
আকাশে পাড়ি দিলো।
মনের আনন্দ একটু স্তিমিত হলে
ভাবলে এই ঘুড়ি বাদুর কে ছুঁয়ে ফেলবে হয়তো
আর সেটি সময়ের অপেক্ষা মাত্র।
ভাবোনি তো এই মর্তভূমিতে ঘটে কত কী!
পবননন্দন শক্ত হাতে লাটাই ধরে আছে নাকি?
সে ঘুড়ি কে করছে কিনা নিয়ন্ত্রণ?
এমনও হতে পারে সে-ই সিদ্ধান্ত নেয়
কখন ও কত সুতো ছাড়তে হবে।