এ কিসের এতো আয়োজন
ঘোষিত হবার পর ভোটের দিনক্ষণ?
আকাশে এখন যা মেঘ করেছে
উৎশৃঙ্খল মেঘ যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে
মনে হতে পারে শুরু হয়েছে রায়বেঁশে মেঘের গর্জন
অশুভ শক্তিরাও আছে সেই সাথে।
এখন নড়বড়ে চালা ঘরের দাওয়ায় বসে
জনগণ ভয়ে কেন্নোর মতো কুঁকড়ে আছে,
চোখে দেখছে সর্ষে ফুল
গুনছে ভুলের মাশুল,
ভাবছে অশুভ শক্তিরা যেন করছে জনসমুদ্র মন্থন।
ভাবছো নাকি এই সমুদ্র মন্থনে উঠে আসবে সুধা?
আর সেটি পান করলে মিটবে দীর্ঘ দিনের ক্ষুধা?
বলা দুষ্কর, হয়তো সে ভাবনা বৃথা
সেসব ভাবতে যেও না অযথা।
যা দিনকাল সমুদ্র এখন গরলে ভরা
সাত সমুদ্র মন্থন করলেও মিলবে না
এক ঘরাও সুরা।