জানো,পশু প্রেম ভালো,বন্য হলেও। তবে বন্যকে
লোকালয়ে না-পুষে মানুষের নিজেদের বাঁচার
তাগিদে ওদের বনে কিংবা চিড়িয়াখানায় ছেড়ে
দেওয়া ভালো।
কিন্তু মতিভ্রম হলে মানুষ কত কী করে বসে,
কখনো কখনো আজব কাণ্ডও করে বেশ সরসে!
এইতো সেদিন, বাগানবাড়িতে সুখে বাস করার
ইচ্ছা সত্ত্বেও তারা পশু প্রেমে মজে একটি বুনো
বানরকে বন থেকে ধরে এনে সেখানেই ছেড়ে
দিলো।
তারপর? বানর আনন্দে বাগবাগিচাকে করলো
ছারখার।বলো,তাকে বন থেকে এনে লোকালয়ে
ছেড়ে দেওয়ার কি কোনও যৌক্তিকতা ছিল?
এখন চারদিকে গেল গেল রব।
দেখবে এসো,সুদৃশ্য ফুলের বাগান ছারখার।
আর ফলের বাগানের ফলমূল নির্মূল করে বানর
বসে আছে গাছের চূড়ায়। নির্দ্বিধায় বলা যায়,
বানরের উৎপাতে এখন পরিনতি ভয়াবহ!
সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্য দিগন্তের দিকে ঢলে
পড়ছে। পশু প্রেমে মত্ত বাসিন্দারা এখনও যখন
বানরকে বাগানবাড়ি তে পুষবে ভাবছে,তাদেরকে
বলতে ইচ্ছা করছে, ‘এ বুনো বানরকে উৎখাত
করা হলো না যখন, বাগিচাকে আগুনে পুড়িয়ে
নির্মূল করার কথা ভাবতে পারো’।