হায়রে, এ কী হলো!
তার চলার পথ কাঁটাবন রুখে দিলো?
বনে ঢুকলে ফুটবে কাঁটা পায়ে ও বুকে পিঠে
রক্ত ঝরবে সাথে সাথে
সে ভয় তো আছে,
তাই ধূর্ত শৃগাল ভিন পথ ধরে
বুক ফুলিয়ে চলছে হেসে।
গভীর রাত, উল্কা-বৃষ্টি ও হচ্ছে
সেদিকে কি তার নজর আছে?
উল্কা গুলোর আকার মন্দ না
এতোই বড় গায়ে পড়লে কেউ প্রাণে বাঁচে না।
বাঘ ও শৃগাল কে ধরতে সামনে বসেই আছে
সেথায় বাঘের বাস, সেকথা শৃগাল ভুলেই গেছে।
বুদ্ধি বৈকল্য দেখা দিলে সে আর করবে কি?
উপায়ান্তর খুঁজে না-পেয়ে
মরার উপক্রম হলে
মন্দ বরাত, সে কথাই বলতে হবে বৈকি।