ভাই ফোঁটাতে    বোনটি কোথায়  
       ভাবছ যেন!
বোনটিও আজ    সহোদর ভাই
       খুঁজছে কেন?

বিশ্ব ভুবন     করলে আপন
       মুক্ত মনে
জুটবে জেনো    বহু ভাই-বোন
      সকল ক্ষণে।

সব বোনেরা     শাঁখ বাজাবে
       ভাইফোঁটা তে
প্রদীপ জ্বেলে     বসবে ওরা
       ফোঁটা দিতে।

যম দুয়ারে     দেবে কাঁটা    
      শক্ত হাতে
ভাইদের সকল    বিপদ আপদ        
     কাটবে তাতে।

ভাই বোনেরা   সকল সময়
     থাকবে পাশে
দুঃখ কষ্ট     ঘুচবে তাতে
     সকল দেশে।