বেলা গড়ালো, সূর্য পশ্চিমে পড়ছে ঢলে
আলো আঁধারে চারিদিক ঢাকলেও
এই সময় সে দেখাতে এলো মাদারির খেলা,
নানাবিধ ছলা কলা
শৈশবের রপ্ত করা অভ্যাস,
কে জানে, আজও ধরে রাখতে পেরেছে কি সেই রাশ?
বাঁশ বাগান পেরিয়ে ওই দূরে যেখানে বসেছে মেলা
তার খেলা দেখতে বহু মানুষ ছুটেছে তার পিছে পিছে
বন্দে ভারত যেমন দুরন্ত গতিতে ছোটে
মেলার মাঠে তার খেলা দেখে অনেকে নাচছে আনন্দে।
শৈশবেই সে রপ্ত করেছিল খেলা দেখাতে এসে কিভাবে
ডুগডুগি বাজিয়ে দর্শকদের আকৃষ্ট করতে হয়,
সেই সাথে লাঠি হাতে দেহের ভারসাম্য রক্ষা করে
শূন্যে দোলায়মান দড়ির উপর দিয়ে হাঁটতে হয়।
হেসে খেলে নির্ভয়ে হাত সাফাইয়ের কৌশল, সেও।
সেসব দেখে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকতো।
বিগত বছরও সে পথচলতি লোকদের দেখালো খেলা
এই বেলা খেলা দেখাতে এসে
কি জানি, ভয় কি তার মনে আঁকড়ে ধরেছে?
কেন যে, সে কোমর বেঁধেছে?
তাকে দেখাচ্ছে বেশ বিধ্বস্ত
এই সময় কি জানি কী ঘটে এই ভেবে অনেকে সন্ত্রস্ত
তবুও কারো কারো গা শিউরে ওঠা দুরস্ত
তারা এখনো ভুগছে নস্টালজিয়ায়।