ও তবলচী শোন, রাত জেগে গান তুলেছি
আজ বড়ো আশা নিয়ে এ আসরে এসেছি
শ্রোতাদের এ গান শুনিয়ে মনোরঞ্জন করে
আসর জমিয়ে দেবো সেটা ভেবে রেখেছি।


তোকে বলেছি, ঠিকঠাক তুই তবলা বাজাস  
ও তবলচী করলি কী? গানটা করলি মাটি?
তাল কেটেছে তো এক দু’বার নয়, বহুবার
আর তবলায় আবোলতাবোল মারলি চাটি।


এসব করে শ্রোতাদের মেজাজ বিগড়ে দিলি
আর আমার মুখেও লেগেছে কি কম কালি?
বল, শ্রোতারা কি এই গান শুনতে এসেছে?
ভাব, শুরুতে তারা কেন দিয়েছে করতালি?


তুই শ্রোতাদের মন মেজাজ যে বিগড়ে দিলি
ভাবি, মাতাল হয়ে কি বিপদ ডেকে আনলি?
দেখ এখন তারা ক্ষেপে মঞ্চে আসছে তেড়ে
বল, কোথায় গা ঢাকা দি’ এ পোড়া কপালী?


পরিণতি কী দাঁড়াবে এই ভেবে ভুগছি জ্বরে
বোধ হয় বড় বিপদ অপেক্ষা করছে শিয়রে।
ভাবি, তোকে কেন এ আসরে ডেকে এনেছি?
বলবো কী! আমার ভবিষ্যৎ গেল এ আসরে।