গণতন্ত্রে শেষ কথা বলে
সেই দেশের আপামর জনগণ
সাধু কি সাজতে হলো
ভোট ভিক্ষার যখন প্রয়োজন?


এখন সেই কথা ভুলে গেলে
সাধুবেশী মসনদে বসার পরে
ভাবলে রাজদণ্ড হাতে পেলে
জনগণ আর কি করতে পারে?


মাঝি বৈঠাটি হাতে পেলেই
বুকে দানবীয় বল আসে নাকি?
ভাবে কি ইচ্ছাতরী বাইবে
ঝড়ে পাল ছিঁড়লেও ভয় কি?


ভাবছো নাকি কি প্রয়োজন
প্রয়োগ করতে আইনের শাসন
মুখে যখন যে কথা বলবে
সেটি মানতে বাধ্য হবে জনগণ?


ভুললে কি বিচারকের মানদন্ড
রাজদণ্ডের চেয়ে বেশি শক্তি ধরে
ভাঙতে গেলে আইনের বিধান
স্বৈরাচারী শাসকেরও বিপদ বাড়ে।