দেখতে পারো জানালা খুলে
বাইরে বইছে ঝড়,
তার তাণ্ডবে ঘরদোর কাঁপছে থরথর।
সদর দরজা ধরে কে বা কারা যেন দিচ্ছে ঝাঁকুনি।
বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন শুনে মনে হয়
আকাশও ভেঙে পড়বে এখনি
তর্জনী দেখিয়ে কেউ যেন বলছে,
‘করলে কী?’ চারদিক ঢেকে গেলো অন্ধকারে।
কী জানি, কী বিপদ আছে শিয়রে!
রোজ মনে পড়ে বাইরে বেরলে শুনি,
তোমার কাজে কর্মে জনমানসে শুরু হলো আলোড়ন
এখন চারদিকে বইছে ব্যাপক সমালোচনার ঝড়
খবরে প্রকাশ যা করলে এতকাল তাতে
তোমার জীবনবোধ ও মানবতাবোধ নাকি
আরশির মতো ভেঙে-চুড়ে হলো খান খান,
মান বাঁচানোও দুষ্কর!
এটাই নাকি এখন মুখ্য খবর।
দরদর করে ঘামছ কেন?
বুঝলে কি গড়গড় করে অবিরাম মিথ্যা প্রতিশ্রুতি
বিলিয়ে করলে কী?
জনগণ সেসব গিললো বটে, পরে যখন বিফলে গেল
এই ব্যাপক ঝড়ের তাণ্ডব শুরু হলো।
বলা ভালো, আবহাওয়া যেদিকে গড়াচ্ছে
সাবধান থেকো, ঝড়ে ঘরদোরও উড়িতে নিতে পারে।