জন্ম হয়নি সোনার চামচ মুখে নিয়ে,
এ নিয়ে কারো কাছে অভিযোগ নেই কোনও
দৈন্য এক পরিবারে জন্মের পর
বরাবর দেখেছি দারিদ্রের বিভীষিকা
তবু এই শিশুকে কালো পর্দা দিয়েও যায়নি রোখা।
শত সহস্র বাধা-বিপত্তি ঠেলে
কালো পর্দা সরিয়ে আলোর মুখ দেখতে চেয়েছি,
মাথা তুলে একে একে সাফল্যের সাথে
শিক্ষার বহু গণ্ডিও পেরিয়ে এসেছি,
শিক্ষক নিয়োগের পরীক্ষার হার্ডল রেস পেরিয়ে
রক্তচোষা দের বিড়ম্বনার মুখোমুখি হয়েছি
দেখেছি তাদের সাঁড়াশি আক্রমণ
শৈশব থেকে আমার আরাধ্য ধন
শিক্ষকতার স্বপ্নকে চেপে মারতে চেয়েছে
জানে না দুর্বৃত্তরা স্বপ্ন আমাকে শিখিয়েছে
প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে
সংগ্রাম করে অন্যায় অবিচারের
দেওয়াল ভেঙে চুরমার করে পথ সুগম করতে।
সেই লক্ষ্যে হেঁটেছি হাজার কিলোমিটার পথ
চলতে গিয়ে পাথরের সাথে সংঘর্ষে জীবনরথের
চাকায় কড় কড় শব্দ হলেও থামেনি রথ,
ভেবেছি এ কাজে ভরসা যোগাবে আইন আদালত
ভাগ্যের বিড়ম্বনা বটে,
সুদীর্ঘ এই পথে বহু বাধা টপকে এসে
আজও জোটেনি বাঁচার অস্থাবর ছাউনি
জানি, সংগ্রামের এই পথ আজও শেষ হয়নি।
সইতে হবে আরো বহু ঘাত এই পথ পেরোতে
নিতেও হবে মাথা তুলে বাঁচার শপথ।