হলো কি বিষফোঁড়া?
রা-করতেও কষ্ট হচ্ছে যন্ত্রণায়?
গায়ে জ্বর? দপদপ করছে ফোঁড়ার স্থানে?
বাণে বিদ্ধ হওয়ার মতো ব্যাপার?
‘সমাজ’! কষ্ট লাঘবে এখনো করছো কী?
বিষফোঁড়ার স্থানে হাত বুলিয়ে দিচ্ছ সুড়সুড়ি?
বলি, লাভ হবে না আহামরি।
শোনো, বিষাক্ত হচ্ছে রক্ত,
এ বিষ সারা শরীরে ছড়াবে দ্রুত
রক্তকে করবে একেবারে দুষিত।
শোনো ‘সমাজ’! চিকিৎসকের পরামর্শ জরুরী।
তার কাছে পৌঁছে যাও তড়িঘড়ি।
মনে হয় ‘অ্যান্টিবায়োটিক’ ছাড়া গত্যন্তর নাই
চিকিৎসকের পরামর্শ মেনে সেসব খাওয়া চাই।
দেখবে সঠিক দাওয়াই জুটলে উপশম হতে পারে
তারপরও সেরে না উঠলে
চিকিৎসক-ই সেসময় দেবেন নিদান
‘রোগমুক্তির জন্য করতে হবে অপারেশন’।