প্রেম আসে যেন রঙ্গিন খামের মোড়কে
অসীম উল্লাসে বেরোয় খোলস থেকে  
     যেন নবজাত প্রজাপতি
    বোঝা দায় তার মতিগতি
সে জোয়ারে ভাসায় প্রেমিক-প্রেমিকাকে।


তার পরশে প্রেয়সী বড়ো অভিমানী  
অতি চপলা যেন মায়াবিনী হরিণী            
  চকিতে দোলে সে অভিমানে
   বেদনা ঘুচিয়ে নিরজনে  
আনন্দে-উল্লাসে ওড়ে যেন বিহগী-নি।


প্রচণ্ড ঝড়ে খোলে প্রেমের কপাটিকা
প্রেয়সী পা বাড়ায় লাজে যেন লতিকা
   মন ডানা মেলে অনায়াসে
   আকাশে উড়ে যায় সরসে        
সামনে ভাসে তার স্বপনের বীথিকা।