বদলে দিতে পারো। হ্যাঁ, বলছি ইচ্ছা
হলে সকলে মিলে এ কাজটি করেও
দেখাতে পারো।
বসে বসে একদৃষ্টিতে চেয়ে করবে কী?  
ভাবো, ওরা করছে কী? দেখছো নাকি
ওদের মুখ দেখাতেও ভয়? তাই তো
মুখোশ পড়ে থাকে সবসময়।
দেখো, নির্দয়তার কালো চাদরে শরীর
জড়িয়ে আর মুখোশে মুখ ঢেকে ওরা
স্বচ্ছন্দে মিথ্যা কথা বলে। ওদের দায়
নেই যেন যে কথা বলছে সেটি রক্ষা
করার।
জনগণ? অধিকাংশ জনগণ সে সবই
গোগ্রাসে গিলছে। তাইতো দুষ্কৃতিদের
এতো বাড়বাড়ন্ত।
অধিকাংশ জনগণের অন্তহীন লোভ।
লালসায় সবসময় মজে আছে। একটু
খুদ পেলেই ঘোরে এই দুষ্কৃতিদের
পিছে পিছে।
মিছে ভাবনা, পাশাপাশি তারা জানে না
এর ফলে সমাজের কত ক্ষতি হচ্ছে।
এ সমাজ ক্রমেই যেন অতলে তলিয়ে
যাচ্ছে।
এ দুষ্কৃতিদের যদি বয়কট করা যেতো,
তখন সবই সুরাহা হতো। দুষ্কৃতিদের
প্রলোভনের ফাঁদে পড়ে সেই সাধারণ
জনগণ সেকাজ করতে পারছে কৈ?
ভাবতে অবাক লাগে, দুষ্কৃতিরা এতো
মিথ্যা কথা বলে কি করে? করছে কি
ওরা মিথ্যা কথার চাষাবাদ? সেও কি
সম্ভব? মনে হয় ওরা এখন এ কাজ
করতেও ওস্তাদ।
প্রায়শ এমন কর্ম করে বসে মনে হয়
ওরা যেন ডুবে ডুবে জল খেতে পারে
যে কোনও সময়।
ওদের কাণ্ড দেখলেও ভয় হয়। মনে
হয় ওদের ভাবখানা সমাজ ছারখার
হলেও কোনও ক্ষতি হবে না।
দেখছো, ওরা দুষ্কর্ম করে ধরা পড়লে
ওজর আপত্তি করতেও কোনও কসুর
করে না?
ঘুলঘুলির পাশে বসে টিকটিকি,দেখো
করছে কী? টিক টিক করে ক্রমাগত
ডাকছে।
কী আশ্চর্য এ দুষ্কৃতিদের মুখোশ খুলে
পড়ার সম্ভাবনা দেখা দিলে তখনি ওরা
নিমেষেই থরে থরে সাজিয়েও ফেলে
মিথ্যার বুলি। ওরা শাক দিয়ে সেসময়
মাছ ঢাকতেও পারে।
হাড়ে হাড়ে উপলব্ধিও করেছি ওদের
কথায় ও কাজে বিস্তর ফারাক। ওরা
নিজেদের ঢাক নিজেরাই পেটাতেও
ওস্তাদ।
দেখো চারদিকে ঘটছে কী কাণ্ডখানা!  
আবহের বদল? হয়তো তাই। আকাশ
ঢাকছে ঘন কালো মেঘে। উত্তাল ঝড়
শুরু হতে পারে।
দুষ্কৃতিরা কী ভাবছে, গণতন্ত্র মানে কি
যা খুশি করা যায়? যত খুশি মিথ্যাচার
আর স্বেচ্ছাচারিতাও?
সেসব আর মোটেই বরদাস্ত করা নয়।
মুখোশ পড়ে মিথ্যার বুলি আওড়িয়ে
ক্ষমতায়ন ও দুর্বৃত্তায়ণ, সেও বরদাস্ত
করা নয়।
মানবিক মূল্যবোধ হারিয়ে সমাজের
প্রভূত ক্ষতি করলে চাই ওদের যথাযথ
বিচার আর বিচারের নামে গড়িমসি?
না, সেও আর নয়। সেসব বন্ধ হওয়া
দরকার।
আদালতে সমস্ত অভিযুক্তদের দ্রুত
বিচার, আর বিচারে যে কেউ দোষী
সাব্যস্ত হলে তার মুখোশ ধরে টেনে
ছিঁড়ে ফেলে বিচারের রায় কার্যকরী
করা দরকার। তবেই তো প্রতিষ্ঠিত
হবে প্রকৃত গণতন্ত্র।
সকলে মিলে একযোগে  সে কাজটি
করে দেখাতেও পারো।