দেখেছি এক দেশে
জনগণ মুক্ত আলো-বাতাসের উদ্দেশ্যে
নিবিড় বন-সৃজন করতে প্রয়াসী হলো।
গাছগুলো যখন মাথা তুলতে শুরু করলো
কে জানতো, তাদের সংকট শিয়রে?
হায়রে, কত কী ঘটে এ বিশ্বসংসারে!
লকলক করে তারা বেড়ে উঠতে দেখলে
চোরাশিকারিরা কি আর চুপ করে থাকতে পারে?
দেখেছি কিছু গাছ যখন মাথা তুলে দাঁড়ালো
চোরাশিকারিরা ওদের হদিস পেয়ে
চোরাগোপ্তা বৃক্ষ-ছেদনে মজে উঠলো।
জানা গেল দারিদ্রে অভিশপ্ত তরুণ-তরুণীদের
লাভের অংশীদারিত্বের প্রলোভন দেখিয়ে
তাদের নিজেদের দলেও জুটিয়ে নিলো।
অচিরে আবহাওয়া বদলে গেল
চারদিক ঢাকলো কালো মেঘে
বলা ভালো সর্বত্র আলো-আঁধারে ঢাকা
দেখেছি হঠাৎ-ই ধেয়ে এলো দমকা হাওয়া
সে হাওয়ায় বনবন করে ঘুরলো কালের চাকা।
চোরাশিকারিরা বৃক্ষ-ছেদনে নেমে
ঘেমে নেয়ে গাছগুলোতে ক্রমাগত কুড়ুল চালালো
কতগুলো গাছ হুড়মুড়য়ে ভেঙ্গেও পড়লো।
জানা গেল এ কাজ করতে গিয়ে ঘটলো অঘটন
যখন চোরাশিকারিরা নির্মমভাবে কুড়ুল চালালো
হঠাৎ-ই তাদের হাত ফসকে  
হাতের কুড়ুল ছিটকে বেড়িয়ে গেল
পড়লো গিয়ে তাদের ও সহযোগীদের পায়ে
রক্ত ঝরলো অনর্গল
ক্ষতে প্রলেপন দেওয়ারও কেউ রইলো না।
জানা গেল, কুড়ুলের আঘাতে তারা
পা হারিয়ে এখন নাকি চলনশক্তি হারা।
ভাবছে রোগশয্যায় শুয়ে তারা করবে কী?
শুনেছি, তারা চোখ উলটে
আকাশটাকে দেখছে বিহ্বল দৃষ্টিতে।