বাঁক কাঁধে যাচ্ছো কোথায়? স্বর্গ-পুরী?
মস্ত ভারি যে বাঁকের বোঝা। এতো কি খুব দরকারি?
একটু কম হলে কী নয়? লোকসান হওয়ার ভয়?
কুড়িয়ে কাড়িয়ে নিচ্ছো বটে, মন কি দিচ্ছে সায়?
ভাবছো নাকি এ সমাজের বাদবাকিরা
বঞ্চিত হলেও কী আসে যায়?
এ নিয়ে স্বর্গ-পুরীতে পাবে ঠাঁই?
যাই বলো, দেখছি বোঝার ভারে যাচ্ছো নুইয়ে,
মনটা তো আগেই গেছে মিইয়ে।
গাল বেয়ে ক্রমাগত ঝরছে লালা
বাঁকে স্বার্থ?- বাদুর ঝোলা।