বললো কাকাতুয়া, বলতে ইচ্ছা করছে,
‘সনাতন ধর্মবিশ্বাসী পুরুষশাসিত সমাজ
শোনো, ‘বিষবৃক্ষের ডালপালা আগে কত
বিস্তৃত ছিল, সেকথা কম বলাই ভালো।
কালো বিড়ালদের অত্যাচারের শিকার
হয়ে কত নারীকে মরতে হলো।
বলা ভালো, আকাশে যে জমাট কালো
মেঘকুণ্ডলী জমেছিল ঝড়ের দাপটে সেটি
কালক্রমে কিছুটা সরলো। নারী নির্যাতনের
শৃঙ্খল হয়তো কিছু শিথিল হলো।
সমাজ, মনে পড়ে, সতীদাহ প্রথা বিলোপের
পরে বাল্য-বিধবেরা ফিরে পেলেও একটু
বাঁচার অধিকার, সমাজ তারপরও বোঝেনি
নারীদের জন্য আরো কত কি করা দরকার।
সমাজ, মনে পড়ে বিদ্যাসাগর মহাশয়ের
দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস?
দাঁতে দাঁত চেপে তিনি কিভাবে করেছেন
আন্দোলন সমাজে বিধবা বিবাহ আইন
করতে প্রচলন? এখন সেই ক্ষতটি সেরে
ওঠার দিকে গড়ালেও আজও হয়নি যেন
একেবারে নির্মূল। এই সমাজে কুসংস্কারের
মূল উৎপাটন আজও বাকি।
ধ্রুবতারা সাক্ষী। সনাতন ধর্মবিশ্বাসী পুরুষ
শাসিত সমাজ জেনে রাখো, আজও এই
সমাজে নারীদের সইতে হয় ব্যাপক যন্ত্রণা,
কেননা প্রচলিত সনাতন ধর্মের বিবাহ-বিধি
অনুসারে নারীদের উপর আজও আরোপ
করে রেখেছ বহু অমানবিক বিধিনিষেধ।
বিষবাষ্পের মতোই সেসব যেভাবে তাদের
অন্তরকে দহে, কে জানে, কবে এসব হবে
নিঃশেষ!
        
                (চলবে)