ওরে শিয়াল! দেখিসনি বুনো বানর করলো কী?
এই বনের করেছে কত ক্ষতি?
বনের ফলমূল নির্মূল করেও চুপ করে নেই বসে
হয়তো ওকে ভীমরতিতে ধরেছে
ওর সাঙ্গপাঙ্গদের ডেকে নিয়ে এসে
একে একে বনের সব গাছের
কাণ্ডগুলোও মরমর করে ভাঙতে শুরু করেছে
কী জানি, এই জন্তুটির কী সাধ জেগেছে!
দেখেও ওর এমন আজব কাণ্ড
ওরে শিয়াল! ওর সাথেই সখ্যতা গড়েছিস?
জন্তুটা বাঘের মুখোমুখি হলেও ভয়ে পিছপা না-হয়ে
ওকে বাঁচাতেই ছুটে গেছিস?
বাঘের লেজ ধরে পিছনে টেনে ধরেছিস।
বলবি, বানরের কাছ থেকে পেয়ে কত বকশিস
ওর এমন কুকর্ম ঢাকতে নেমেছিস?
তোর সাহস তো বলিহারি বটে!
তুই নেমেছিস লড়াই করতে বাঘের সাথে?
এখন হলো কী? জুটলো নাকি বাঘের লাথি?
দেখি, বাঘের লাথি খেয়ে তুই একেবারে বিহ্বল!
তোর চোয়াল ফেটে রক্ত ঝরছে অনর্গল
এই কি তোর কুকর্মের পরিণতি?