হয়েছে অঙ্গহানি? খোয়া গেছে পা-দু’টি?
মাটিতে পা ফেলে হাঁটতে করছো পায়ের অভাববোধ?
গোদের উপর বিষফোড়া?
যাদের সাহায্য চেয়েছ, কেউ দেয়নি সাড়া?
বাড়ায়নি তাদের সাহায্যের হাত?
একমুঠো ভাতও পড়ছে না পেটে?
মিশে যাচ্ছে পেটে পিঠে?
পুড়ছো খা-খা রোদে?
ঝড়জলও সইতে হচ্ছে মুখ বুজে?
ভাবছো, কৃত্রিম অঙ্গ যদি জুটতো?
হতভাগার সেও জুটলো না।
বেদনাহত হয়ে করবে কি?
বলছে মরা গাছের ডালে বসে বৃদ্ধ কাকাতুয়া,
‘পরিস্থিতি এখনো হয়নি গা-সওয়া?
কাকদের ঠুকরে খেতে বাজপাখির মতো
প্রতিকূলতা এখনও করছে ধাওয়া?
কাকের মতো কা-কা করে ডেকেও করবে কী?
বসে না থেকে চলো বুকে হেঁটে,
বলতে হবে কি সেটাই অগতির গতি?’