বলার অপেক্ষা রাখেনা
খলদের ছলের অভাব হয় না
স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিড়ালতপস্বী সাজতেও নেই মানা
ইঁদুর-ছানাদের সাথে যোগসাজশে ওদের কুটকুট করে
সুরক্ষা জাল কাটতেও দিতে পারে প্ররোচনা।
এইতো সেদিন দেখেছি এমনি এক কাণ্ড
বলা ভালো দোর্দণ্ড-প্রতাপশালী কীর্তিনাশার সাধ ছিল
দু’পাড় ভেঙ্গে মেটাবে অভিলাষ
আশ মেটাতে নদীপাড় ভেঙ্গে করবে চুরমার।
গোগ্রাসে জমিন গিলতে
তুড়ি মেরে উড়িয়ে দেবে বহু স্থাপত্য নিদর্শন।
এই ভেবে বীরদর্পে সামনে এগোতে গেল যখন
সাধ্যমতো চেষ্টা করে বুঝলো এ কাজ দুষ্কর।
ভাবলো ব্যর্থতার গ্লানি নিয়ে করবে কী এরপর?
খবর পেলাম উপায় খুঁজতে গিয়ে ঘটালো আজব কাণ্ড
মণ্ডামিঠাই খাইয়ে ইঁদুরদের ধরে এনে
ওদের মগজ-ধোলাই করে উসকে দিলো
‘ভাঙ! মাটি খুঁড়ে ভেঙে দে নদীর দু’পাড়
সে ভাঙনে হয় হোক চারদিক ছারখার’।
হায় রে, কীর্তিনাশার কাছে এ খবর ছিল না
সামনেই অতলে তলিয়ে যাওয়ার সুড়ঙ্গপথ
বিধির বিধানে সেটি তার জন্য বরাদ্দ করা আছে।