মানব সভ্যতার শুরু থেকে এই সমগ্র বিশ্বে
প্রকৃতি ও মানুষ যেন দড়ি টানাটানিতে মজেছে
চলছে অবিরাম সাম্য ও অসাম্য প্রতিষ্ঠার লড়াই
দোদুল্যমান দড়ির থামার কোন লক্ষণ নাই।


প্রকৃতি যতই সাম্য প্রতিষ্ঠার পক্ষে থাকুক না কেন
প্রতিপক্ষ ব্রহ্মাণ্ডের এনট্রপি বাড়াতেই ব্যস্ত যেন
মানুষ সভ্যতার উন্নয়নের নামে বাড়াচ্ছে অসাম্য
কি জানি কবে হবে এই বিষয়ে তাদের বোধগম্য!


মানুষ সাম্যের বিরুদ্ধে লড়ছে বেশ কোমর কষে
ভাবখানা তাদের শক্তি প্রকৃতির চেয়ে কম কিসে?
তারা বুঝবে কবে তারা প্রকৃতির কাছে অতি নগণ্য?
প্রকৃতির উপর বিস্তার করতে পারবেনা প্রাধান্য।