বলি শোনো, বিগত বছর গুলোতে
বেশ তো অবিরাম বাজালে ঢাকের বাদ্য
সানাই-এ মার্গসঙ্গীত ও শোনালে।
সকলকে বোঝাতে চাইলে 'দেবী বিসর্জন' সমাগত
বদ্ধ জলে জিয়ল মাছ জিইয়ে রাখার মতো  
সে সম্ভাবনা জিইয়ে রাখতেও চেষ্টা করলে অবিরত
গরুর পালে রাই বাঘিনীর হানার গল্পের মতো ব্যাপার
রাখাল বালক বারংবার যেমন করলো রঙ্গ-তামাশা
আশাহত করলো চাষিদের, তেমনি কাজ করলে
লোকে বলে, দেবী বিসর্জনের উদ্যোগ দেখা দিলো কৈ?
অভিনয়ে দক্ষ, বেশ তো করে দেখালে অভিনয়
প্রহসন পৌঁছালো সর্বোচ্চ চূড়ায়
এক দু’বার নয়, বারংবার।
যারা এসব দেখলো দর্শকের আসনে বসে
নয়তো পাশে থেকে সাহায্যের হাত বাড়াতে সদয় ছিল,
উপর্যুপরি বিভ্রান্তিকর সন্দেশ পরিবেশনে
বলা ভালো, তাদের বিভ্রান্তি ঘুচলো
এখন হয়তো অনুভব করছো যে সানাই বাজালে
তার রেশ ধরে রাখা গেল না
প্রকৃতি এসব সহ্য করে কতকাল হবে তোমার প্রতি সদয়?
দেখছ দেবী বিসর্জনের ঢাক বাজালেও
এখন কারো মনে আর রেখাপাত করে না।
বুঝেছে সবাই যা করেছো এ সবই পূর্ব পরিকল্পিত
নাটকের পাণ্ডুলিপিতে যেমন লিপিবদ্ধ।