চলেছি নাও বেয়ে
হঠাৎ-ই একরোখা গণ্ডারের মতো ধেয়ে এলো ঝড়,
উত্তাল হলো নদী
আকাশও ঢাকলো কালো মেঘে।
অন্ধকারে খুঁজে পাইনি গন্তব্যের নিশানা
জানি না, ভ্রান্তিবিলাসে মজেছি কিনা।
যখন পালে লাগলো দমকা হাওয়া
খুবই কষ্টকর হলো নাও বাওয়া
ঝড়ের দাপটে পাল ছিঁড়ে হলো চৌচির
ধীর স্থির ভাবে হাল ধরে রাখাও ছিল বেশ শক্ত।
সেসময় ভেবে পাইনি কোন দিকে নাও বাইতে হবে
তবে বিভ্রান্তি ঘুচেছে যখন ঝড়ের দাপট কমেছে
বুঝেছি এখন কোন দিকে স্রোতের টান বেশি
নাও বাইতে হবে কোনদিকে, সেও।