ভীমরুলের রাহাজানি তে
মৌমাছিরা দুর্গা নামটি জপে
তবু ওদের ডিম কেড়ে নিলে
কতিপয় ছেলে গেল ক্ষেপে।


তার চাকটিকে নিশানা করে
ছেলেদের ছোঁড়া কতক ঢিল  
বুলেটের মতো ছুটে আসায়
তার হলো ভয়ানক মুশকিল।


বাধ্য হয়ে অবাধ্য গরুর মতো
দেহের সকল বাঁধন ছিন্ন করে
রাতের অন্ধকারে লেজ তুলে
পালালো একাকী চাক ছেড়ে।


পরিযায়ী পাখিদের মতো ঘুরে
প্রতিনিয়ত ঠিকানা বদল করে
আত্মরক্ষার্থে পালিয়ে বেড়ালো
চোরের মতো গহন অন্ধকারে।


পলাতক জানে না কত দুর্ভোগ
অপেক্ষা করছে যে তার শিয়রে
বিধাতা আছেন জেগে সে কথা
বুঝবে যখন যাবে যমের দুয়ারে।