আকাশে মেঘের গর্জন বেশি হলে
বর্ষণ কম হবে বুঝতে কি বাকী?
বলবো বর্ষণের চেষ্টা যাবে বিফলে
আকাশে মেঘের গর্জন বেশি হলে।
বৈপরীত্য কে দেখেছে কোন কালে?
ধরণী চিরকাল এ-ঘটনার সাক্ষী।
আকাশে মেঘের গর্জন বেশি হলে
বর্ষণ কম হবে বুঝতে কি বাকী?