অমা তে আসে যদি এক হড়কা বান
চূড়াটি হবেই তার পাহাড় সমান
   বোঝেনি মাঝি সময় কালে
     ডুববে সেও বানের জলে
বানকে রুখতে নেই কো সাথে কামান।      


ঝড় আসছে তেড়ে ওই সাগর হতে
ডানা ঝাপটায় খুবই গহন রাতে।
   পাল খানি করছে লোপাট
    নাড়ে তার বুকের কপাট
এই সময়ে কেহ নেই মাঝির সাথে।


সে ডেকে অবিরাম পায়নি কারো সাড়া
মেঘের ফাঁকে ভয়ে লুকলে সব তারা
     একবারও দেখেনি তাকে
       মেঘের গুরু গুরু ডাকে
রাত্তির জেগে মাঝি দেবেই পাহারা।