জানতে ইচ্ছা করে
দুগ্ধপোষ্য শিশুকে কী খাওয়াতে বসেছো?
মাতৃভাষা-মাতৃদুগ্ধ নাকি ভিন ভাষা-সরবত?
স্বাধীন দেশ,সেটি নিজে বেছে নেবে আলবৎ
তবু কেন এখনও ঘোরতর সংশয়ে আছো?

যে কোনো একটি খাওয়াতে পারো নিশ্চয়  
একুশ শতক!বাড়ছে সরবতের বিকিকিনি
উচ্চশিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সে অমূল্য মনি
দুটোও অবাধে দিতে পারো ইচ্ছা যদি হয়।

দুটো একত্রে দিলে অপাচ্য খাদ্যের মতো
হজম না-হয়ে উঠতে পারে নাকে ও মুখে!
সে সময় উগরে না-দিয়ে কি চেপে রাখে ?
উগরে দেবে,খাওয়াতে পারবে কি ইচ্ছামত?

উপযুক্ত মাটিতে সব মূর্তি গড়া যায় সহজে
মূর্তি গড়ার আগে মাটি তৈরি করে কুম্ভকার
মানুষ গড়তে শিশুদের বুনিয়াদ গড়া দরকার
দক্ষ শিক্ষক মাতৃভাষাকে বেছে নেয় সে কাজে।