সব ছোটরা কেমন আছি
      জানতে চান প্রবীণ দাদু
স্কুলের ব্যাগ সামলে নিয়ে
      দাঁড়ালো তখন ছোট্ট মাধু।


তাকিয়ে দাদুর চরণ পানে
      বললো শিশুটি সরল মনে
দাদু,হোঁচট খাই প্রতিক্ষণে
      তবু বলি না কোনো জনে।


বাবা মায়েরা একটি দিনও
      রাখেননি তো একটু সুখে
পড়ায় একটু ত্রুটি হলেই
      তারা থাকেন বেজার মুখে।


জগতের সকল সেরা গুন
      তারা একের মধ্যে পেতে
ছোটান ঘোড়া চাবুক হাতে
     ব্যস্ত থাকেন দিনে রাতে।


ছুটছি রোজই এদিক ওদিক
     খুব সকাল থেকে রাত
সব দিকেই ছুটে বেড়াই
     তবুও দেখি না সুপ্রভাত।


এক ঘটিতেই সাগর ধরার
     বলো,সাধ্যি আছে কার?
তবুও চেষ্টা করি,খামতি নাই
     তাদের দেখাই বারংবার।


স্কুলের পাঠ স্কুলে সেরে
    বাড়িতে ফিরতে জাগে সাধ
তবু বাড়িতে পড়া নিয়ে
    রোজ জাগতে হয় রাত।


পাঠ শেখার বরাদ্দ কাল
    সবার জন্য আছে সমান
অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তা
    সেসব কি অচল কামান?


ফাস্ট সেকেন্ড শব্দগুলো
    বলো,আনলো কে প্রথম?
সব বাবা মা প্রতিদিন
    পেতে চান সেই চমচম।