সমাজটা কে ঠুনকো ভেবে   বেড়িয়ে পড়লে ধন কুবে’  
               থলিতে অঢেল টাকা নিয়ে
মনের সাধ মেটাবে ভাই    ধন দৌলত আরও চাই
              সমাজ টা কেই পিষে দিয়ে।


কিনলে গো জন প্রতিনিধি    গড়ে তুলতে নানান বিধি    
               সেই সৃষ্টিছাড়া দের দিয়ে
বিধি কি তোমার সাথী হবে  বিপদ কালে পাশেই রবে    
               সব জনগণ যাবে মিয়ে?


সমাজ আজ ভুগছে জ্বরে    কাঁপছে সদাই থরে থরে
              দেখছে তোমায় কুনজরে
যেই সমাজে তোমার বাস    করেছ গো তার সর্বনাশ
              সেসব ভাবলে মাথা ঘোরে।


কিভাবে তোমাকে করি ক্ষমা   বিবেক কোথায় রাখি জমা
               বিবেক ভোট ও যাবে জলে?
সমাজ ছাড়া বাঁচবে নাকো    লুটে নেবার ভাবনা রাখো
              সেই ভাবনা যাবে বিফলে।


জেনো রজনীর শুকতারা     রাতের আকাশে মনোহরা    
              চারিদিকে তারা আছে তাই
সেসব কখনো লুপ্ত হলে    শুকতারা যদি একা জ্বলে
              সেই শোভা থাকবে না ভাই।


সমাজ কে করো সমাদর    টলিয়ে দিয়ো না এই ঘর
              রব শোনা যায় মরমর
তোমার হাল একই হবে    জনতা বিলুপ্ত হলে ভবে
              লুটবে তোমার ও কদর।