অন্ধত্ব ঘুচিয়ে শেষে কিছু দেখার সৌভাগ্যে          
আশার পারদ যখন চড়েছে আমার জীবনে  
সেই দিন ছলনায় মেতে অতিশয় উৎসাহে  
সাদা সহ কত রঙ্গিন চশমা এনেছি কিনে।


পড়েছি যথা-নিয়মে কিংবা সখে সাদা সহ
কালো,লাল,নীল,সবুজ ও হলুদ চশমা সমূহ।
এই সমাজের কালিমাগুলিকে দেখেছি তাতে
ঘুমন্ত ভাল্লুক যেন,নড়েচড়ে না কোনমতে।        
    
কৈশোরে যখন ছিলাম ঘোর স্বপ্নে বিভোর
রঙ্গিন-স্বপ্নের অনুভূতি পেয়েছি লাল চশমায়,
তখন বুক ভরা বিশ্বাসের প্রশস্ত আঙ্গিনায়
নির্ভর-বিশ্বাসে সবই স্বচ্ছ দেখেছি নীলটায়।


শিশুসুলভ মন নিয়ে যখন পা রেখেছি পথে
সবুজ চশমা দিয়েছে শান্ত-সৌম্য,তেজোময়টা
কৈশোর শেষে যখন মন চললো ভিন্ন রথে  
প্রেমে বিভোর,হলুদে অনুভব করছি উষ্ণতা।


নির্মল প্রাণ-চঞ্চল মানুষদের দেখেছি সাদায়
পঙ্কিল সমাজে পাঁকাল মাছের মতো কাটায়।        
সারাটা জীবনভর যখন খুঁজেছি নিরপেক্ষতা
সেই চশমাটি অক্লেশে দিয়েছে তার মান্যতা।


জীবনে প্রতিযোগিতার বৃহৎ ময়দানে নেমে
শুনেছি সমাজে জঞ্জাল,যমুনার মতো চরমে।
নিজেকে জঞ্জাল-মুক্ত রাখার অন্তিম প্রচেষ্টায়
কালো একটি চশমা পড়তে হলো নির্দ্বিধায়।     


সব জিনিস স্পষ্ট দেখেছি দূরে ও আশেপাশে
প্লাস,মাইনাস পাওয়ারের চশমাগুলির দৌলতে    
শুধু প্রতিদিন যা ঘটছে আঁধারে কানাগলিতে
লাল বাতি-স্তম্ভের নীচে,ছাইপাঁশ দেখিনি তাতে।


চশমা!জেনো তুমি সৃষ্টি,আমি তোমার স্রষ্টা।
তুমি দৃষ্টিহীন,মগজ-হারা।শোভনীয়,ঠাই পেলে
দর্শকের চোখে।সেইসাথে অশেষ মূল্যবান বটে
অনুভূতি পোঁছে গেলে তার মগজে-মানসপটে৷


বার্ধক্যে কত কী বাঁধছে গোল,করে ঠুসঠাস
অন্তরে জাগছে ভয়,ঘটবে কি কোন সর্বনাশ?      
জানি,অচিরে হারাবেই স্মৃতিতে রয়েছে যারা
পড়ে থাকবে চশমা ও এই বর্ণান্ধ,স্মৃতিহারা৷


জীবনান্তে সেই চশমাগুলো বাক্সে বন্দী দশায়
পড়ে আছে এদিকে সেদিকে,খাটের কিনারায়।
সুদীর্ঘ অবসরে হাতরাই বাক্সে-ভরা চশমাকে,
দেখেছি ওরা ধূলি মেখে অপলকে চেয়ে থাকে।


চশমা!বার্ধক্যে বেগতিক কে করো গতিশীল,  
তখন নিরুপায়,তোমাকে ছেড়ে চলা মুস্কিল,
চারিদিক ধোঁয়াশায় কোণঠাসা,ঠুকরে বেড়াই  
সামলে চলার পথে প্রতিবন্ধকতা,ঠোকা খাই।  


তোমার অভাবে কখনো একটু বেহাল হলে,
অজান্তে যদি কভু কাহাকেও দিই পায়ে দলে
গালি দেয় সে ‘চোখের মাথা কি খেয়েছ?’   
এই উচ্ছিষ্ট ভাষা বলে।তুমি,দুর্দশা শুনছো?        
      
সহানুভূতি চেয়ে ব্যস্ত থাকি জবাব দিতে,
অপরাধ বোধে সব দায় নিই মাথা পেতে
চশমা!এসো,মুকুট পড়াব তোমার মাথায়
ঘুরবো নাকো তোমাকে ছেড়ে অবলীলায়।