আগে অহেতুক কত কী করে দেখাবে, ভাবলে!
লোকে বলে বহু কিছু করেও দেখালে, ছলেবলে।
সেসব এখন আর নাই বলা ভালো
কে না জানে সে দিনগুলো ছিল মেঘ কালো?
দেখছ এখন নাও জীবননদীর বাঁকে এসে ঠেকেছে!
কিভাবে এ বাঁক পেরবে পাচ্ছো না দিশে?
হয়তো এ সময় উপলব্ধি করছো হাড়ে হাড়ে
বৈতরণী পেরনো যায় না আজীবন কুকর্ম করে
যাক গে, এখন দৌড়ঝাঁপ করার চেষ্টা করো না
করতে যেও না বেশি অঙ্গ সঞ্চালনা,
মাথা ঝাড়া দিতে চেষ্টা করেও করবে কী?
মাথার উপরে টিকি বাধা আছে, ছাড়াতে পারবে কি?