এযাবৎ অনেক তো হলো
যুক্তিতর্ক ও বিচার বিবেচনা সবই চলে গেল।
ফুত্কারে সেসব উড়িয়ে দিয়ে
কানাই চোরাবালির দিকে পা বাড়ালো।
হায় রে, ধূর্তের কথায় অন্ধবিশ্বাসে
বিষের বাঁশি শুনেও মজলো সে
করলো এমনি কান্ডখানা
পরিণতি? প্রাণ বাঁচানো মোটেই সহজ না।
দু' দণ্ড ভালো-মন্দ কি হতে পারে ভাবলো না।
কাকাতুয়া সেকথা বললো বটে
তবুও সে শুনলো না মোটে।
আজব তার মতি গতি
এখনো বুঝতে বাকি?
পাঁকে পড়ে সে বুঝছে এখন
যুক্তিতর্ক ও বিচার বিবেচনা কী মহা ধন।
মতিভ্রমে পাঁকের ঘোলাজল ঢুকছে নাকে মুখে
কাকাতুয়া দেখলো গাছে বসে নদীর বাঁকে
এযাবৎ সেসব ও কম গিললো কি?
হাবুডুবু খেয়ে অথৈ জলে এখন ডুবতে বাকি।
প্রাণ ভোমরাটা তার হাতের মুঠোয়
সেদিকে তাকিয়ে আছে শঙ্খচিল হাড়গিলা মানিকজোড়
বাঁচাও বাঁচাও বলে
চারদিকে শোরগোল তুলেও এখন হবে কি?
আগ্রাসী গুলো সহজে চলে যাবে কি?
ওরা ছলাকলা ও কম জানে নাকি?
এখন যা দিনকাল
তার বেহাল দশা
ওরা উড়ে এসে ছোবল মেরে
তার জীবন টাই ছিনিয়ে নিতে বাকি।
পাঁকে পড়ে কানাই ভাবছে বটে
হাবুডুবু খাবে আর কত সে।
ভাবতেও পারে বিচার বিবেচনা করে
জল মেপে পা বাড়ালে এমন হতো কি?
এখন রাগে গজগজ করে করবে কী?
কানাই, দূরভাষ শুনছ কি?
পাঁক থেকে উঠতে হবে নাকি?
বাদবাকি চিন্তাভাবনা সরিয়ে রাখো
এ দুর্দশা থেকে মুক্ত হতে চেষ্টা করো দেখি।