ও নর্তকী! নাচতে এসে কী ভেবেছিস?
বিচারকের আসনে বোদ্ধাদের দেখেছিস?
কী ভেবেছিস, মঞ্চে যেমন খুশি নেচে যাবি?
তাল লয় মুদ্রায় ভুল হলেও সামলে নিবি?
ভেবেছিস, ভুল হলেও ধরবে কে?
আসরে এমন কোনও বোদ্ধা আছে নাকি?
বোদ্ধারা তো সরে পড়েছে
আর এখানে আছে যারা তারা করবে কী?
নাচে ভুল হলেও তাদের বলার সাহস আছে?
এই ভেবে কি মঞ্চে নাচতে উঠেছিস?
শুরুতে আসর বেশ মাতিয়েছিস
তারপর ক্রমাগত ভুল করেছিস
ভেবেছিস, তবু জুটবে দর্শকদের হাততালি।
নর্তকী! বিচারের মানদণ্ড বড়োই নির্দয়
ভয় হয়, বোদ্ধারা এসময়
তোর মুখে দেবে নাতো কালি?
এক ফালি বাঁকা চাঁদও দেখেছে আকাশ থেকে
তুই বেশ নাচ দেখালি কোমর বাঁকিয়ে,
নেচেছিস ও সারা মঞ্চ জুড়ে,
কী ভেবেছিস? বেশ নেচেছিস?
তুই কি ভ্রান্তিবিলাসে এখনও মজে আছিস?
নর্তকী! বোদ্ধারা দেখেছে বিচারকের আসনে বসে
তোর তাল কেটেছে এক দু’বার নয়, বারংবার।
বল, তারা তোকে ছাড় দেবে ক’বার?
তোর এই নাচ দেখে তারা বেশ খেপেছে
মঞ্চের দিকেও পা বাড়িয়েছে।
নর্তকী! এখন দিশেহারা হয়েও করবি কী?