কর্পোরেট লোভের কাছে হেরেছি সরাসরি  
অকপটে বিকিয়ে দিয়েছি নিজেদের বাড়ি।      
    লোভ লালসায় বেঘোরে বেহুঁশ
    ওরা পোড়ালো গ্রহের ফুসফুস।  
তার জীবন জোয়ারে ওরা টেনে দিলো দাঁড়ি
আমাজন বনকে চিতায় তুললো সরাসরি।

চাষ আবাদের জমির জন্য আগ্রাসী ওরা  
প্রাণী দের বাসভূমি ধ্বংস করলো তারা।
   কালো মেঘে ঢাকা সুনীল আকাশ
     বইছে সেথায় বিষাক্ত বাতাস।
দিবসে প্রদোষ যেন,জীব কুল দিশেহারা
তবু পাষন্ডদের বিবেক দেয়নি সারা।


বৃষ্টি-অরণ্য কে পুড়িয়ে দিয়ে পাষাণীরা
আনন্দ যজ্ঞে উল্লাসে যেন মাতোয়ারা।    
     বায়ুর উপাদানের ভারসাম্য
   বেঁচে থাকার জন্য যতটা কাম্য
তার অভাবে বইবে সবার অশ্রুধারা
কোন গ্রহে ঠাই নেবে ঘৃণিত কারবারিরা।


আকাশে বাতাসে বিষ বাষ্প ছড়ালো যারা
এই গভীর সংকট কালে কি ভাবছে তারা?
    ওরা অন্যায় করেছে এতো কাল
     রাখেনি কোথাও সুরক্ষা জাল
  অর্থের লালসায় মজেছে কারবারিরা  
এযাবৎ শুধুই রোজগার করেছে তারা।

যারা কল কারখানার বিষ বাতাসে ছড়ালো    
আর যারা এই বৃষ্টি-অরণ্য কে পোড়ালো
     সমান অপরাধী ওরা সবাই
    নির্বাক দর্শকদেরও ছাড় নাই
প্রকৃতি আজ চণ্ডালিনীর রূপ ধরলো    
বিদ্রোহিণী পৃথিবী ধ্বংস সাধনে চললো।