ও নর্তকী! নেচে সাধ মেটাবি ত্রিতালের সাথে?
দেখিস তবে নাচতে গিয়ে যেন তাল না-কাটে।
জানিস কি এই স্টেজে তাল কাটলে ঘটবে কী?
নাচ গানের বোদ্ধারা বুঝিয়ে দেবে তাল ঠিকই।


দেখবি তারা স্টেজে উঠে তাল লয় বোল শেখাবে
বুঝবি তখন বুকের ধুকধুক ও খুবই বেড়ে যাবে।
তবে সঠিক ভাবে নাচতে পারলে পাবি খুব মজা
ও তবলচী, তুই এবার বসে তোর তবলা বাজা।


সবাইকে ভাবা এমন জলসা দেখেছে কে কবে?
বুঝলি নর্তকী তুই তৈরি থাক, শুরু করছি তবে
+ ধা ধিন্ ধিন্ ধা। ২ ধা ধিন্ ধিন্ ধা।
০ না তিন্ তিন্ না। ৩ তেটে ধিন্ ধিন্ ধা।। +ধা


এই যা্ দেখেছিস হলো কী? ‘তাল গেল কেটে!’
ফাঁকে এসে তাল ঠিক হলো কি তবলচীর সাথে?
বাঁধালি গোল, শোন শুরু হবে এখনি সোরগোল
নর্তকী, বোদ্ধারা এসে তোর পিঠে বাজাবে ঢোল।


এ জলসা ছেড়ে পালাবি কী? সে পথও দেখি না
ও নর্তকী, খুঁজে পেলি কি তুই কোনও বাহানা?
ভয়ে কি তোর গলা শুকলো? তবে খেয়ে নে জল
ভেবে পথ খুঁজে না-পেলে সইতে হবে খুব ধকল।