ছুটছ? ছুটবে কত আর চিত্রা হরিণীর পিছে পিছে?
সে ধরা দেয় সহজে? ক’জন তাকে ধরতে পেরেছে?
ছুটতে ছুটতে পৌঁছে গেলেও বন পেরিয়ে নদীতীরে
দেখবে কি সে ধরা দিতে সেখানে ঠায় বসে আছে?
জীবন-যুদ্ধে জেতার আশায় কাটিয়েছ কত বছর?
কিভাবে কাটালে এ দীর্ঘসময় ক’জন নিয়েছে খবর?
ন্যায্য দাবি আদায়ে মস্তক-মুণ্ডন করেও হলো কী?
এই কালক্ষেপে বেড়েছে নাকি জীবনে দেনার বহর।
অচিরে মেঘ সরবে ভেবে আশাদীপ জ্বালিয়ে রাখো কি?
ক’জন বারা ভাতে ছাই ছড়াতে তৈরি আছে নাকি?
বলি, এ চিত্রা হরিণীর দেখা পাওয়া তো দূরে থাক
বনের চিতা খাবলে খেতে দৌড়ে এলে করবে কী?