যে গাছ আঁকড়ে ধরে আছো
এগারো বছর আগে চন্দনের চারা ভেবে
রথের মেলা থেকে সেটি কিনে এনে
যত্ন আত্তি করে রোপণ করলে টবে।
বেশতো জল-সার দিয়ে তার পরিচর্যা করলে
আশায় আশায় বুক বাধলে
এ চারা বড় হলে সুগন্ধ ছড়াবে,
বহু মূল্যবান কাঠ ও যোগাবে।
এ যাবত অনেক তো হলো, এক যুগ ছুঁই ছুঁই
এখন কী দেখছো? চন্দনের কোন লক্ষণ?
তার কোন লক্ষণ দেখছ না?
মনে কি হয় প্রথমেই গাছ চিনতে করলে ভুল?
এই দীর্ঘ সময় আগাছায় দিয়েছ সার -জল?
বলি, সে সম্ভাবনা প্রবল
কেননা চন্দনের চারাও চিনলে না,
উদ্ভিদ বিশেষজ্ঞদের পরামর্শও ধরলে না।
এখন তো চারাটি বেশ বড় হলো
ডালপালাও যথেষ্ট ছড়ালো,
এখনো আগাছা চিনতে বাকি?
ইতস্তত করছো
মূলসহ এ গাছ উপড়ে ফেলবে কিনা?
বলি, এ গাছে যত্ন আত্তি করে
আরো সার -জল দিতেই পারো
ভাবো, তাতে লাভ হবে কি?