এ পাখি বাস্তবে কাক,
ময়ূর পুচ্ছ লাগিয়ে বেশতো ময়ূর সেজেছে।
ভেবেছে, পাখিদের সভায় সবার নজর কাড়তে
এই বেশ ভূষা লাগবে খুবই কাজে।
শাবক সহ বাসা থেকে বেরিয়ে খোশমেজাজে
ইচ্ছা ডানায় ভর করে সভায় পৌঁছলো
বহুদূর উড়ে এসে।
সভায় বাকি পরিযায়ীদের মাঝে বসে ভাবলো পাখি
লেজ নাড়িয়ে তাদের ধোঁকা দিতে হবে, বৈকি।
ধ্রুবতারা সাক্ষী
সে তার লেজ লাগাতে গেলে হলো কী।
মেঘও গুরুগুরু ডাকলো নাকি?
ভাবছে পাখি,
তার বুক করছে দুরু দুরু,
মনে জাগছে ভয়, এখন কি জানি কী হয়?
বাদ বাকিরা তাকে চিনে ফেললো কি?
বললো সে তার শাবককে ডেকে
ওরে খোকা, ঘন ঘন মেঘ ডাকে।
শোন, এখন যে যাই বলুক
এই সময় যতই ঝড় উঠুক
এখানে থাকার আর দরকার নাই।
উঠে পড়
চল, এখনই ঘরে ফিরে যাই।