এ কেমন আবহ?
বাতাসে বইছে ভয়াবহ তাপপ্রবাহ
সে এমনি দুর্বিষহ, মনে হয় প্রকৃতি খুব নির্দয়
ভয় হয়, ঘরের বাইরে যে কেউ পা বাড়ালে
তীব্র দাবদাহে হতে পারে তার জীবন সংশয়।
এ সময় খরার কবলে পড়ে বহু জলাশয়
তাদের অস্তিত্বও হারাতে বসেছে।
দেখেছে কাকাতুয়া অধীর আগ্রহে
একটি জলাশয়ের তীরে এক বৃক্ষশাখায় বসে
সকাল থেকে দু’টি কাদাখোঁচা করছে কী?
দেখেছে, ওদের লালসা কতদূর গড়াতে পারে!
দেখেছে ওরা সেই জলাশয়ের পাঁকে ঠায় দাঁড়িয়ে
কাদা ঘাঁটাঘাঁটি করে মাছ শিকারে ব্যস্ত
কোনও মাছ নজরে এলে পাঁকে ঝাঁপিয়ে পড়ে
তাকে ধরতে মোটেও করছে না ইতস্তত।
হায় রে, ওদের ক্ষুধা মিটলেও হলো না
দেখেছে পাখি, কাদাখোঁচাদের কাণ্ডখানা
ভর রোদ্দুরেও ওদের প্রতিযোগিতা চলছে বেশ
শেষ অবধি কে, কত মাছ শিকার করে
গোগ্রাসে সেসব গিলে খেতে পারে।