এইতো সেদিন বসেছি যখন সুপ্তিপাড়ার
এক চায়ের দোকানে, কানে এলো ক'জন
করছে বলাবলি, সেই পাড়ায় বাড়িগুলোর
আনাচে-কানাচে, ছাদের কার্নিশে, বাইরের
খানাখন্দে, ডোবার কচুরিপানায় কয়েকটি
গন্ধগোকুল ঘুরে বেড়াচ্ছে হরদম।
ওদের গায়ে বিদঘুটে গন্ধ বাতাসে যেভাবে
ছড়াচ্ছে তাতে জনগণের মাথার চুল ছেঁড়ার
উপক্রম।
উপায়ান্তর খুঁজে না পেয়ে জনগণ লাঠিসোটা
নিয়ে ওদের খুঁজতে বেরিয়েছে। সকলে তখন
ভেবেছে ওরা ধরা পড়বেই সহজে।
সে ভাবনা আসেনি কাজে বরং ওদের খুঁজতে
গিয়ে তাদের হতে হয়েছে লেজেগোবরে।
এ জন্তুগুলো কি আর ধরা দেয় এতো সহজে?
শুনেছি বহু খোঁজাখুঁজি চললো বেশ কিছুদিন।
পরে জানা গেল ওরা কচুরিপানায় ভরা বিলে
মুখ লুকিয়ে বসে আছে। কয়েকটা জন্তুর মুখও
দেখা গেছে।
এখনো পালাক্রমে ওদের সব গুলোকে ধরার
প্রচেষ্টা নাকি চলছে।