শুনেছি ছিলে অভয়নগর
সেখানে গড়ে তুলে সুখের বাসর
বেশ তো সুখে ছিলে, তবু কি হলো না?
মনে বিছার মতো কামড়ে ধরলো অতৃপ্ত বাসনা?
চাই ইংরেজদের মতো বিস্তীর্ণ সাম্রাজ্য,
রত্নখচিত রাজসিংহাসন, মহিমান্বিত রাজমুকুট,
অজস্র দক্ষ সৈন্য ও পার্শ্বচর
বহু প্রশিক্ষিত ও বিশ্বস্ত রাজদূত,
শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদোপম অট্টালিকা,
অজস্র মণি-মুক্তা, হীরা জহরত, অঢেল ধনদৌলত।
যে জীবননদী বয়ে যাচ্ছিল কল কল শব্দে
দু'ধারে বিস্তীর্ণ নদী অববাহিকা
যা সচরাচর যায় না দেখা
সেও তোমার বাসনা পূর্ণ করতে পারেনি।
সেখানে বাড়াতে জলের যোগান
ভূগর্ভে ঘটালে ডিনামাইট বিস্ফোরণ!
এখন দেখছ ফলশ্রুতি? হচ্ছে কত ক্ষতি?
ধপাস ধপাস করে ভাঙছে নদীর পাড়
চারিদিক হচ্ছে ছারখার।
এ ভাঙ্গন ছড়াবে কতদূর? -সেও বলা দুষ্কর।
মনে জাগছে ভয়? সে কারণে কাঁপছো থর থর?
পালানোর পথ খুঁজছো? শুরু করলে দৌড়?
চললে কোন দিকে? দেখি, যাচ্ছো কাঁটা বনে।
কে জানে, পায়ে বিঁধবে কত কাটা!