ক্লান্ত পর্যটকটি সমুদ্র সৈকতে
চোরাবালিতে একাকী দাঁড়িয়ে
দেখছে অপলকে দূরে,বহুদূরে  
কৃষ্ণ মেঘের জটা নভ জুড়ে।


পশ্চিম আকাশে মেঘকুন্ডলিকে
ভেদ করে রক্তিম একচোখাটি
কটু দৃষ্টিতে তার দিকে দেখে
ব্যঙ্গ করে বলে,মরতো দ্যাখি।


হ্যাঁ,মরতে হবে এসময় বৈকি!
পর্যটক শ্রমিক-কৃষকের সাথী
যতই জানাক বাঁচার আকুতি
মরণ ছাড়া নেই কোনও গতি।


এখন ভূ-ভারত জুড়ে বহিছে    
প্রতিনিয়ত চোরাবালির স্রোত।      
বালি তো নহে,দেশের সম্পদ
মজুর-কৃষকের ঘাম,রক্তস্রোত।    


তলিয়ে যাবে মজুর-কৃষকেরা    
মজলিসে মজবে সব শৃগালেরা।  
পূতি গন্ধময় কঙ্কালের জঞ্জাল
সাফ করে ওরা থাকবে বহাল।