‘বিতর্ক’ বেশ জমেছে
আসন্ন নির্বাচনে কে প্রার্থী হবে কোনও এক দেশে?
দেখছে জনগণ প্রার্থীদের সুদীর্ঘ তালিকায়
দু’চার জন মানুষের দেখা মিললেও
অধিকাংশ-ই দানব, দানবদের সেই রাজত্বে।
সেই সাথে বন্য পশুপাখি ও ভীমরুল আছে দলে,
এমন দৃশ্য কে দেখেছে আগে কোন কালে?
ভীমরুলগুলো সদা ব্যস্ত, বনবন করে ঘুরছে
এই পতঙ্গগুলো দূর থেকে উড়ে এসে
নিরীহদের শরীরে কামড়ে ধরে
হূল ফোটাতেও ইতস্তত করে না মোটে।
তবে সেই তালিকায় বন্য পশুদের-ই আধিক্য।
এক শিঙে গণ্ডারও তালিকায় পেয়েছে ঠাই।
কালো এ গণ্ডারগুলোর খড়গ ছুঁচালো ও ধারালো
বিনা প্ররোচনায় নিরীহদের গুঁতো মারতে সিদ্ধহস্ত,
জঙ্গলের বাঘও ঠাই পেয়েছে সেই তালিকায়
ওরা নাগালে পেলে নর মাংসও ছিঁড়ে খায়।
নজরে এলো, ওদের গোঁফে এখনো রক্ত লেগে আছে
তবুও ওরা ভাবছে, তাতে কী যায় আসে?
স্বভাব দোষে এই বন্যগুলো চাইছে
সমাজে আবারো কালোদিন ফিরিয়ে আনতে।
মানতেই হবে এ নির্বাচনে
জনগণের উপর কঠিন দায় বর্তালো।  
তন্নতন্ন করে যাচাই করে
তাদের বেছে নিতে হবে যোগ্য প্রার্থী কে হবে?